
গরীবের খাদ্য নিরাপত্তা সহ পাঁচ দফা দাবিতে দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ কর্মসূচি
মো:নুর আলম,দূর্গাপুর(নেত্রকোনা)প্রতি নিধি : নিত্যপন্যের দাম কমানো,অবিলম্বে রেশনিং চালু সারা বছর কাজ ও ন্যায্য মজুরি সহ ৫ দফা দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপী বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি হয়।
বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখার আহ্বায়ক রহম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রুপক সরকার, সদস্য শামছুল আলম খান, কৃষক সমিতি উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোরশেদ আলম, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আজিম উদ্দিন, ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম।
বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দেশে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের ক্রয় সীমানায় বাইরে চলে গিয়েছে। অবিলম্বে চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, ঔষধের মূল্য কমাতে ও রেশনিং ব্যবস্থা চালু করা সহ সকল দাবী বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবী জানান বক্তারা।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description