
গফরগাঁওয়ে কলহের জেরে যুবকের আত্মহত্যা
মিজানুর রহমান,গফরগাঁও উপজেলা প্রতিনিধিঃ
গফরগাঁওয়ে যুবকের আত্মহত্যা।ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন গফরগাঁও থানা পুলিশ গতকাল ১৪ জানুয়ারী শনিবার সকাল বেলায় গফরগাঁও ইউনিয়ন এর ছিপান গ্রামে রাসেল(২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।নিহত রাসেল ছিপানের মো মালেক মিয়ার ছেলে এবং পেশায় তিনি কৃষিকাজের সাথে জড়িত ছিলেন।
স্থানীয় লোকজনের সাথে কথাবলে এবং গফরগাঁও থানা সূত্রে জানা যায়,শুক্রবার ১৩/০১/২০২৩ তারিখ রাত সাড়ে ১০ টার দিকে রাসেল তাঁর বসত ঘরে ডুকে ঘরের দরজা লাগিয়ে প্রতিদিনের মত ঘুমিয়ে পরে।পরদিন শনিবার সকাল পৌনে ১০ টার দিকে তাঁর ভাই শরিফুল তাকে অনেকক্ষন ডাকাডাকি করলেও কোন সারাশব্দ পায়নি।পরে সে টিনের ছিদ্র দিয়ে দেখে ঘরের আড়ার সাথে গামছা পেচিয়ে ফাঁসিতে ঝুলে আছে তার ভাই রাসেল।পরবর্তীতে শরিফুল চিৎকার শুরু করলে প্রতিবেশি ও স্বজনরা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।গফরগাঁও থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহতের ভাই শরিফুল বলেন,আমার ভাই একাধিক বিয়ে করার কারনে দাম্পত্য কলহ লেগেই থাকতো।এরই জের ধরে সে আত্মহত্যা করে।গফরগাঁও থানায় নিয়োজিত ওসি মোঃফারুক আহমেদ বলেন,প্রাথমিকভাবে লাশের সুরত হাল দেখে মনে হয়ছে এটি একটি অপমৃত্যু।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description