• Friday, 03 February 2023
গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়লো

গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়লো

মিজানুর রহমান,গফরগাঁও প্রতিনিধিঃ
 
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।এই ঘটনায় দোকানের মালামাল, নগত টাকা,সহ অন্তত ৮ লাখ টাকার লোকসান হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের।(১৪ জানুয়ারি) রাত সাড়ে ১টায় পৌর শহরের শিলাসী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।ক্ষতিগ্রস্থ দোকানের মালিক আরিফ রব্বানি মানিক বলেন,গভীর রাতের বেলায় হঠাৎ করেই শিলাসী কাশেম মাকের্টের ১টি দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন।দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার এর বিস্ফোরনে ঘটায় তা মুহুর্তের মধ্যে পাশের দোকানে ছড়িয়ে পড়ে,তারপর  আমার মানিক স্টোরের ২টি দোকান এবং বাদল মিয়ার বাদল স্টোরের আরও ২টি দোকান পুড়ে ছাই হয়।তারপর স্থানীয় লোকজন,ফায়ার সার্ভিসের লোকজন সহ সবাই এগিয়ে আসে এবং প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লেগে  মুরগি,ফ্রিজ,মুদির দোকানের মূল্যবান সব মালামাল ও নগত টাকা সব পুড়ে যায় ও অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়।
 
গফরগাঁও উপজেলার ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার জনাব রাম প্রশাদ (পাল) দৈনিক তৃতীয় মাত্রাকে জানান,অগ্নিকান্ডের খবর পেয়ে তৎতৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা যায়,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

comment / reply_from