
খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়-পংকজ নাথ এমপি
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শহীদ মানিক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেন, খেলাধূলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। গ্রাম-বাংলার ছোট ছোট টুর্ণামেন্ট থেকে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরী হবে। বিভিন্ন খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎপথে রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার।
শনিবার বিকেলে জাতীয় ও ক্রীড়া পতাকা, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, সকল দলের খেলোয়াড়দের হাতে ফুল ও ফুটবল উপহার দিয়ে বর্ণাঢ্য আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুননবী'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় অধ্যক্ষ মোঃ মাহাবুবুল হক, উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিপুল বিহারি হালদার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শেখ মামুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হিমু, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ পাল, বীর মুক্তিযোদ্ধা নান্নু কাজী, পৌর কাউন্সিলর মনির জমদ্দার, সোহেল মোল্লা, সাইফুল ইসলাম, আলী আব্দুল্লাহ দোলন, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, আবদুল কাদের ফরাজি, হারুন অর রশিদ মোল্লা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description