
খেতমজুর ও শ্রমজিবীদের জন্য জমাবিহীন পেনশন স্কিম চালুর ব্যবস্থা করতে হবেঃ রাশেদ খান মেনন
রুবেল সরদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ খেতমজুর ও শ্রমজিবীদের জন্য জমাবিহীন পেনশন স্কিম চালুর ব্যবসা করার দাবী জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন। আজ শনিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলা খেতমজুর ইউনিয়ন সম্মেলনে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকাল ১০ টায় উপজেলা ওয়ার্কার্স পার্টি কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের উপজেলা সম্মেলনে খেতমজুরের আহবায়কআনোয়ার মাস্টার এর সভাপতিত্বে ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শাহিন হোসেনর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন আমি বার বার পার্লামেন্টে সার্বজনিন পেনশন স্কীম চালুর দাবী করে আসছি এছাড়াও খেতমজুর ইউনিয়ন বিভিন্ন সভা মিছিল করে এ দাবি
সামনে নিয়ে এসেছে। আমাদের দাবীর প্রেক্ষিতে ইতিমধ্যে সরকার এরকম একটি স্কীমটি পার্লামেন্টে এনেছেন। কিন্তু যাদের উদ্দ্যেশে এ স্কীমটি চালুর কথা বলেছি। সেখানে ভূমিহীনদের এ স্কীমে অর্ন্তভূক্ত করা হয়নি।
পৃথিবীর বহু দেশে এ সার্বজনিন জমাবিহীন স্কীম চালু আছে। এ সময় তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন- আমাদের দাবি নিয়ে ছিনিমিনি খেলবেন না। এই পেনশন স্কিমে আবশ্যিক ভাবে প্রকৃত খেতমজুর ও গ্রামীন শ্রমজিবীদের জমাবিহীন পেনশন স্কিমের ব্যবস্থা করতে হবে। এ সময় তিনি গরীবদের পূর্ণ রেশনিং ব্যবস্থার চালুর দাবীও জানান।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, কেন্দ্রীয় নেতা বীরমুক্তিযোদ্ধা শাহজাহান তালুকদার, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা বীরমুক্তিযোদ্ধা মুজাম্মেল হক ফিরোজ, উপজেলা
ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন প্রমুখ বক্তব্য দেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description