
খুটাখালীর ১নং ওয়ার্ড আ''লীগের অফিস ভেঙ্গে মাটিতে পড়ে আছে
চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের দীর্ঘ কয়েক বছরের ঠিকে থাকা অফিসটি ভেঙ্গে মাটিতে পড়ে আছে।
সরেজমিনে গেলে দেখা যায়,খুটাখালীর উত্তর মেদাকচ্ছপিয়া ১নং ওয়ার্ডটি ইউনিয়নের তৃতীয় বৃহৎ ওয়ার্ড।ওয়ার্ডের শিরোভাগে অর্থ্যাৎ মহাসড়কের প্রায় ৭০ গজ দূরে অবস্হিত দলীয় ওয়ার্ড আ''লীগের অফিস।দলপ্রেমী লোকজন নিজের অর্থায়নে গাছ,বাঁশ ও টিনের ছাউনি দিয়ে করেছিল অফিসটি।দীর্ঘ ৭/৮বছর ঠিকে থাকাকালীন পোঁকা-মাকড়ে গাছ,বাঁশ খেয়ে ঝরাঝর্ণি করে ফেলায়,গেল ঘূর্ণিঝড়ে অফিস ভবনটি ভেঙ্গে গত তিন ধরে মাটিতে পড়ে আছে।
জানা গেছে,দলীয় লোকজনদের চিন্তা-ধারা ভবনটি পাঁকা ভবনে রুপান্তর করবে।তবে এরজন্য প্রয়োজন টাকা।
এবিষয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আজমের সাথে সরাসরি কথা বললে,তিনি বলেন-আমরা চাইলে এখনি আগের ন্যায় অফিসটি করতে পারবো।কিন্তু আমাদের চিন্তা-ধারা হলো,দল ক্ষমতায় আছেন।এরমধ্য গাছ,বাঁশ,টিন দিয়ে অফিস করলে,কেমন জানি সম্মানে লাগে।তাই ভবনটির স্হায়িত্ব করার লক্ষে আমরা নিজেরাও দিব।পাশাপাশি পাঁকা ভবনে অফিস করার বিষয়ে এমপি মহোদয়কে অবগত করেছি।তিনি আশ্বাস দিয়েছেন।দ্রুত অফিসটি করার জন্য নিজ থেকে আর্থিক সহযোগিতা দিবেন।এই টাকাগুলো পাওয়া মাত্রই অফিসের কাজ শুরু করবো।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description