খিলগাঁওয়ে গৃহবধূর লাশ উদ্ধার

রাজধানী ঢাকার খিলগাঁওয়ে কবিতা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার (২৭ নভেম্বর) দুপুরে মেরাদিয়া বাজার এলাকার একটি ভবন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। কবিতার স্বামীর দাবি করেন যে, তার স্ত্রী কবিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
জানা যায়, কবিতার স্বামী সোহাগ মিয়া ওই ভবনের নিরাপত্তাকর্মী।
এ ব্যাপারে তিনি বলেন, ‘কিছুদিন ধরে কবিতা মাথা ব্যথা ও ম্যালেরিয়া জ্বরে ভুগছিল। দুপুরে বাসার বাইরে ডাব আনতে যাই। ফিরে এসে দেখি কবিতা ফ্যানের লোহার অ্যাংগেলের সঙ্গে ওড়না পেঁছিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।’
এ ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারেন। এ বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশ খতিয়ে দেখছে। কবিতা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দুলালপুর গ্রামের সিরাজুল ইসলামের কন্যা। এছাড়া তিনি একই গ্রামের সোহাগ মিয়ার দ্বিতীয় স্ত্রী।’
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description