খালেদা জিয়ার বাসভবনে আরও পুলিশ মোতায়েন

বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের দুই পাশে আরও কিছুসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া, ডিবি পুলিশও বাসার কাছাকাছি জায়গায় অবস্থান করছে। আজ ১০ ডিসেম্বর শনিবার সকালে দলটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়া, রাজধানীর বিভিন্ন জায়গায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা আছে।
শুধু নয়াপল্টন এলাকায়ই তিন থেকে চার শ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তবে, ডিএমপির পক্ষ থেকে যান চলাচলের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়া হয়নি।
এদিকে, নির্দিষ্ট সময়ের আগেই বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এ সমাবেশ শুরুর আগে ভোর থেকেই মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা এবং যাদের মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
এ সমাবেশস্থল নিয়ে পুলিশের অনুমতির পরে শুক্রবার বিকেল থেকেই গোলাপবাগে জমায়েত শুরু হয়। আজ শনিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা যোগ দেন সমাবেশে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description