
খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বিপ্লব তালুকদার খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে খাগড়াছড়ি টাউন হলের সামনে স্থাপিত বঙ্গবন্ধু স্মৃতি ভাষ্কর্য্যে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সহ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description