
খাগড়াছড়িতে পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি পালন
বিপ্লব তালুকদার খাগড়াছড়ি:
বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে পালিত হয়েছে পার্বত্য শান্তি চুক্তির ২৫বছর পূর্তির উৎসব। (২ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পায়রা ও বেলুন উড়িয়ে বর্ষপূর্তির র্যালি উদ্বোধন করেন। পরে বর্ণাঢ্য র্যালি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে চেঙ্গী স্কয়ার শাপলা চত্বর হয়ে টাউন হলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, ডিজিএফআই’র ডেট কমান্ডার কর্নেল সরদার ইসতিয়াক আহম্মেদ , খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম মোহাম্মদ বাতেন ,পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পুলিশ সুপার নাইমুর হক ,সহ জেলা পরিষদের সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
একই দিনে বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন আয়োজিত সম্প্রীতির কনসার্টে দর্শক মাতাবেন দেশের খ্যাতিনামা শিল্পীরা।
পার্বত্য শান্তি চুক্তির ২৫বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির সিংহভাগ বাস্তবায়িত হয়েছে। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ নেই।
প্রসঙ্গত, প্রায় দুই দশকের সংঘাত বন্ধে ১৯৯৭ সালের এই দিনে সরকার ও জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। যা পরবর্তিতে পার্বত্য শান্তিচুক্তি নামে পরিচিতি লাভ করে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description