কোহলির দেয়া ব্যাট উপহার পেলেন লিটন

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ-ভারত ম্যাচ এখন অতীত হয়ে গেছে। অ্যাডিলেডে গত বুধবার অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশ মাত্র ৫ রানে হেরে যায়। ওপেনিংয়ে নেমে লিটন দাস বিধ্বংসী ইনিংস উপহার দেন । তার ২৭ বলে ৭ চার ৩ ছক্কায় ৬০ রানের ইনিংসের পরে বাকি ব্যাটারদের ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে, লিটনকে ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি।
লিটনের বিস্ফোরক ব্যাটিং বিশ্বজুড়েই প্রশংসা পাচ্ছে। খোদ বিরাট কোহলিও মুগ্ধ হয়েছেন তার (লিটন) ব্যাটিং দেখে। তাই, ম্যাচ শেষে ডাইনিংয়ে গিয়ে নিজে থেকেই লিটনকে ব্যাট উপহার দিয়েছেন কোহলি। এ খবরটি সাংবাদিকদের জানিয়েছেন, বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।এ বিষয়ে তিনি জানান, 'আমরা যখন ডাইনিং হলে বসে ছিলাম, তখন বিরাট কোহলি এসে লিটনকে একটা ব্যাট উপহার দেয়। আমি মনে করি এটা লিটনের জন্য অনেক বড় অনুপ্রেরণা। '
চলতি এ বছরটা স্বপ্নের মতো কাটছে লিটন দাসের। ইতোমধ্যে, বাংলাদেশের হয়ে এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের রেকর্ড গড়ে ফেলেছেন। অথচ, গত বছরের বিশ্বকাপে এই লিটনকে নিয়ে কতই না ট্রোল হয়েছে। লিটনের প্রশংসা করে জালাল ইউনুস বলেন, 'লিটন একজন ক্ল্যাসিক ব্যাটার। আপনি তার শটগুলো দেখেন, ক্ল্যাসিক শট খেলে। সে ওয়ানডে আর টেস্টে ভালো খেলে। ইদানিং টি-টোয়েন্টিতেও ভালো করছে। গত বছর সে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি। তারপর থেকে তিন ফরম্যাটেই ভালো করছে লিটন। '
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description