
কোম্পানীগঞ্জে ১৪ মামলার আসামী নিজাম উদ্দিন গ্রেফতার
আবু সাঈদ শাকিল,কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত নিজাম উদ্দিন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের তত্ত্বাবধানে,কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ আল-আমিন, এম আশরাফুল ইসলামের সঙ্গীয় ফোর্সের অভিযানে ডাকাতি, চুরি ও অস্ত্রসহ ১৪টি মামলার কুখ্যাত ডাকাত নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী নিজাম উদ্দিন উপজেলার চরফকিরা ইউনিয়ন ৬নং ওয়ার্ড় আদর্শ নগরের মৃত অজি উল্যাহ মাঝির ছেলে বলে যানা যায়।
নিজাম উদ্দিনের বিরুদ্ধে ১টি খুন, ১টি অস্ত্র, ১টি ডাকাতি, ২টি ডাকাতির প্রস্তুতি ও ০৯টি চুরির মামলাসহ সর্বমোট ১৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। নিজাম উদ্দিনের আটকের বিষয় এলাকার মানুষের মাঝে ফিরেছে শান্তি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাদেকুর রহমান বলেন গ্রেফতারকৃত আসামী নিজাম উদ্দিনকে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১, তাং-০১-১০-২০২২ইং, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড মূলে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description