
কেন টুইটারের সিইও পদ ছাড়ছেন; মাস্ক
তাঁকে সিইও হিসেবে দেখতে চান না ৫৭.৫ শতাংশ টুইটার ইউজার। তার পরেই পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন মাস্ক। তবে জানিয়েছেন, তাঁর মতো বোকা একজন লোকের অপেক্ষায় রয়েছেন। তাঁকে পেলেই টুইটারের সিইও পদ ছেড়ে দেবেন তিনি। বুধবার টুইটে মাস্ক বলেছেন, ‘টুইটারের দায়িত্ব নেওয়ার জন্য আমার মতো একজন বোকা ব্যক্তি খুঁজে পেলেই সিইও পদ থেকে ইস্তফা দিয়ে দেব। তারপর আমি শুধু সফটওয়ার আর সার্ভার টিমের দেখভাল করব।
টুইটারে অতিরিক্ত সময় দেওয়ার জের এসে পড়ছে তাঁর ইলেক্ট্রিক গাড়ি টেসলার ব্যবসায়ে। যেখানে তিনি টেসলার ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং শাখার শেষ কথা। এটা ঘটনা, প্রভাবশালী বিভিন্ন মহল থেকে এলনের উপর সরে যাওয়ার জন্য চাপ তৈরি হচ্ছিল। রবিবার নিজেই তা হাতেনাতে পরখ করে নেন টুইটারের মালিক। আর বুধবার তিনি টুইটে ফের দিলেন ইঙ্গিত। তবে এলনের জায়গায় টুইটারে আসবেন কে? তা এখনও স্পষ্ট নয়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description