
কেন্দুয়া হানাদার মুক্ত দিবস পালিত
আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: কেন্দুয়া হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ০৭ ডিসেম্বর কেন্দুয়া উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে জাতীয় পতাকা,দলীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং একটি বর্নাঢ্য শোভাযাত্রা পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের দায়িত্বপ্রাপ্ত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর অনুপস্থিতিতে সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি মোঃ বজলুর রহমান,কেন্দুয়া উপজেলা সন্তান কমান্ডের আহবায়ক জুনায়েদ আহমেদ প্রমূখ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description