
কেন্দুয়ায় স্বর্ণালঙ্কার সহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি
আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :
শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে স্বর্ণালঙ্কারসহ প্রায় সাত লক্ষাধিক টাকার মালামাল চুরি ঘটনা ঘটেছে।
নেত্রকোনার কেন্দুয়ার ১৪ নং মোজাফরপুর ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের মড়লপাড়ায় হুমায়ূন কবিরের বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত ১টায় এই চুরি ঘটনাটি ঘটেছে। রাতে ফুটবল খেলা দেখে সবাই ঘুমিয়ে পড়লে চুরিটি সংগঠিত হয় বলে বাড়ির মালিক অভিযোগ করেন। হুমায়ুন কবির জানান -ঘরে দরজা খুলে সুকেজ,আলমারি ও টেবিলের ড্র্য়ার ভেঙে ৪ ভরি স্বর্ণ,১৮ ভরি রোপা,৪টি মোবাইল, বিয়ের শাড়ি কাপড় সহ আরো অন্যান্য জিনিস পত্র মিলিয়ে প্রায় সাত লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। এর আগেও এই পাড়ায় গত বছর রোকন উদ্দিন ভূইয়ার ষাট হাজার টাকা দামের একটি গরু চুরি হয়। ভুক্তভোগীদের চুরির ঘটনায় থানায় যোগাযোগের পরামর্শ দিলে তারা তাতে অনাগ্রহ প্রকাশ করেন।
মোজাফরপুর গ্রামের একই পাড়ায় চোর ধরে উল্টো মামলা খাওয়ার অভিজ্ঞতা রয়েছে বলেও ভুক্তভোগী উল্লেখ করেন।
মোজাফরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির আলম ভূইয়ার সাথে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি জানান চুরির ঘটনা আমি শুনেছি।
কেন্দুয়া থানার অফিসার ইন চার্জ আলী হোসেন বলেন থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি।আসলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description