
কেন্দুয়ায় শিক্ষা ক্ষেত্রে নতুন কারিকুলাম বিষয়ক ৫দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
আশরাফ গোলাপ,কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষা ক্ষেত্রে নতুন কারিকুলাম বিষয়ক ৫দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ৯.০০ ঘটিকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে ঘবি শীর্ষক স্কীমের আওতায় ৫দিন ব্যাপি বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।কর্মশালা চলবে জানুয়ারি মাসের ৬,৭,১৩,১৪ এবং ১৫ তারিখ পর্যন্ত এবং শুরু হবে সকাল ৯.০০ ঘটিকায় চলবে বিকাল ৪.৩০ ঘটিকা পর্যন্ত।
প্রশিক্ষণ কর্মশালায় কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয় ভেন্যুতে উপজেলার স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ে ৩৬৭ জন শিক্ষক অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, একাডেমিক সুপার ভাইজার শামীমা আক্তার, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙালি,সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। শিক্ষক প্রশিক্ষন কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ২১জন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description