
কেন্দুয়ায় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আনন্দ শোভাযাত্রা
আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :
কাতার বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিশ্বকাপে প্রথম ম্যাচে ব্রাজিল বিজয়ী হওয়ায় শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আয়োজনে এক বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।র্যালীতে সর্বস্তরের ব্রাজিল সমর্থকেরা অংশগ্রহন করেন।
ব্রাজিল সমর্থক আহসানুল হক সাফিম বলেন ফুটবল বিশ্বকাপ এলেই আমরা সবাই উজ্জিবীত হই।এবারের বিশ্বকাপে ব্রাজিল ই জিতবে বলে আমরা প্রত্যাশা করছি।
ব্রাজিল সমর্থক আলমগীর, শাজাহান, পুলক বলেন আমরা বাংলাদেশের নাগরিক, তাই এদেশকে ভালবাসি।তবে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন করি।আনন্দ শোভাযাত্রা শেষে কেন্দুয়া খেলার মাঠে ব্রাজিল সমর্থকদের নিয়ে ইংরেজিতে ব্রাজিল নাম উন্মোচন করা হয়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description