
কেন্দুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্ভোধন
আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ; নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্ভোধন করেন কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৯টায় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সকাল ১০টায় উত্তর কেন্দুয়া ক্লাস্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্ভোধন করেন কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি।
উদ্ভাধনের সময় এমপি অসীম কুমার উকিল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানের অবকাঠামো একটা গুরুত্বপূর্ণ বিষয় , আর সেইজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণে জোর তাগিদ দেন পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজ উর রহমান বিপুল, শ্রম সম্পাদক সাইফুল ইসলাম আঙ্গুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, ইউপি চেয়ারম্যান মোঃ মন্জুর আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল খান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম, ইন্জিনিয়ার এম এ আজিজ, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার নাহা ,উত্তর কেন্দুয়া ক্লাস্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শিউলী আক্তার, সাংবাদিকবৃন্দসহ সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকমহল ও সুধীজন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description