
কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বিষ দিয়ে মাছ নিধন
আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় লিজ নেয়া ফিসারিজ পুকুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দুয়া থানার পুলিশ, উপজেলা মৎস্য বিভাগ ও ইউপি চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ নভেম্বর) কেন্দুয়া-মদন সড়ক সংলগ্ন কান্দিউড়া ইউনিয়নের কুন্ডুলী গ্রামের আলাল মিয়ার মৎস্য ফিসারীতে।
ফিসারী মালিক আলাল মিয়া জানান, আমি লিজ নিয়ে ৪ টি পুকুরে পাঙ্গাস,রুই,শিং, সিলবার কাপ,পাবদা ইত্যাদি মাছ চাষ করেছি। মাছগুলো ২/১ দিনের মধ্যে বিক্রি করে দেওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে পুকুরে এসে দেখি পানিতে মাছ গুলো মৃত অবস্হায় ভেসে উঠেছে।
পূর্বশত্রুতার জের ধরে প্রায় দেড় মাস আগে কুন্ডুলী গ্রামের সোহেল মেম্বার, তার ভাই মস্তু মিয়া, মান্নান মিয়া গংরা পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। তারাই আমার পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে।
এ ঘটনায় কেন্দুয়া থানায় আমার লিখিত অভিযোগ দেওয়া আছে ।
এ ব্যাপারে মুঠো ফোনে ইউপি সদস্য সোহেল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন,এ কাজ আমাদের কেউ করেনি। তাছাড়া একটি মামলার ঘটনায় আমরা বাড়িতে থাকি না। এটা সম্পূর্ণ মিথ্যা। তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হোক।
কান্দিউড়া ইউপি চেয়ারম্যান মাহবুব আলম বাবুল জানান, খবর পেয়ে ঘটনাস্হল দেখেছি। খুবই দুঃখজনক ঘটনা। তদন্ত করে দেখার দাবী জানাই।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে । মৎস্য বিভাগ পুকুরের পানি সংগ্রহ করেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description