
কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি.
নেত্রকোনার কেন্দুয়ায় খেলা করার সময় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে,বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের ভাটলাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম ইয়াসিন খন্দকার। তার বয়স ২০ মাস। সে ভাটলারা গ্রামের স্বপন খন্দকারের ছেলে।
বিকালে কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলিমুর রাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
শিশুটির পরিবারের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে শিশু ইয়াসিন খন্দকার বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় পরিবারের সকলের অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয় এক পথচারী বিষয়টি দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে স্বজনরা ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description