
কেন্দুয়ায় ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
আশরাফ গোলাপ,কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রবিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া পৌরশহরের কলেজ রোড এলাকা থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যালে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইখতিয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল আউয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ,কলেজ শাখার সভাপতি প্রিন্স কবীর খান, যুগ্ম আহবায়ক হেদায়েত উল্লাহ, পৌর শাখার আহবায়ক সোহাগ প্রমূখ।
উপজেলা।ছাত্রলীগের আহবায়ক ইখতিয়ার হোসেন তালুকদার বলেন কেন্দুয়ার মাটি ছাত্রলীগের ঘাটি।কেন্দুয়াতে জামাত-বিএনপির কোন স্থান নেই।তিনি আরো বলেন কেন্দুয়াতে জামাত বিএনপি কে কোন দেশ বিরোধী ষড়যন্ত্র করতে দেয়া হবে না।
এসময় নব গঠিত উপজেলা ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ এবং সরকারি কলেজ ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মীরা অংশ গ্রহন করে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description