
কেন্দুয়ায় গরুসহ চোর আটক
আশরাফ গোলাপ,কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়ায় গরু সহ চোরকে আটক করেছে গরুর মালিক। বুধবার ৪ জানুয়ারি রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামের কাঞ্চন মিয়ার একটি সাদা কালচে লাল রঙের গাভী চুরি করে নিয়ে যাওয়ার সময় গাভীগরু সহ জানু মিয়া রকি নামে এক চোরকে ধৃত করেছে গরুর মালিক কাঞ্চন মিয়া ।
পরে গরুর মালিক কাঞ্চন মিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ গরু চোর জানু মিয়া রকি কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।জানু মিয়া রকি মোজাফরপুর ইউপির গগডা উত্তর পাড়ার শামসুদ্দিন মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছেন।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে কেন্দুয়া থানায় মামলা হয়েছে।মামলা নং-০৫, তারিখ-০৪/০৪/০১/২০২৩খ্রি:, ধারা-৩৮০/৪৫৭/৪১১ পেনাল কোড রুজু করে বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বিজ্ঞ আদালতে আসামীকে প্রেরণ করা হয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description