
কেন্দুয়ায় আলোচিত সেই নাছিমাকে মহিলা আওয়ামীলীগ থেকে বহিষ্কার
আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় দলীয় শৃংখলা ও সংগঠন পরিপন্থী এবং ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার কে দল থেকে সাময়িক ভাবে বহিষ্কার করেছে উপজেলা মহিলা আওয়ামীলীগ। রোববার ( ২০ নভেম্বর) রাতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনা আক্তার।
উল্লেখ্য যে সান্দিকোনা ইউনিয়নের মুকুন্দাবাদ গ্রামের শিক্ষক মোহাম্মদ আলীর স্ত্রী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে দেহ ব্যবসাসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। এলাকার লোকজন এ ঘটনার প্রতিবাদ জানালে উল্টো তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন তিনি। এসব অপকর্মে বন্ধে এলাকাবাসী নানা ভাবে চেষ্টা করেও ব্যর্থ হন।এরই প্রতিবাদে ওই নারীনেত্রীর অপকর্ম বন্ধের দাবিতে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কেন্দুয়া - আঠারবাড়ি সড়কের বঙ্গানিয়া মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকার লোকজন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description