
কেন্দুয়ায় আমন ধান কাটার পর কৃষক ব্যস্ত রবি ফসল চাষে
একই সুরে অন্য কৃষক আলী হোসেন মিয়া বলেন, যে জমিতে গত বছর ৩ হাজার খরচ করে আলু চাষ করেছিলাম এ বছর একই জমিতে আলু চাষ করতে খবচ হচ্ছে ৬ হাজার টাকা, তার পরেও আশা করছি আবহাওয়া ভাল থাকলে কিছুটা লাভের মুখ দেখা যাবে।
সরিষা চাষী রজব আলী বলেন, সরিষা চাষে সারের পরিমাণ বেশি লাগে বাজারে সারের দাম বেড়ে যাওয়ায় খরচ বেশি হচ্ছে। সরিষা চাষ করে লাভবান হতে পারব কিনা এখনো বলতে পারছি না।অন্যদিকে লাউ চাষী জুনায়েদ মিয়া বলেন, প্রতিবছরের মত এবারও ২০শতাংশ জমিতে মাচাঁ পদ্ধতিতে লাউ চাষ করেছি, বর্তমান বাজারে প্রতিপিচ লাউ ২৫ থেকে ৩০ টাকা বিক্রি করা যায়। সব মিলিয়ে কিছুটা লাভের সম্ভাবনা রয়েছে।
এ দিকে মরিচ চাষি রুহুল আমিন বলেন এ বছর সারের দাম বেশি হওয়ায় মরিচ চাষে খরচ বেশি হচ্ছে।পানি দিতে হয় অনেক।খাল শুকিয়ে গেলে পানি দিতে পারি না।তখন সেলু মেশিন দিয়ে পানি দিতে হয়।কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে. এম শাহজাহান কবির বলেন, তালিকা অনুযায়ী কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা চাষিদের মাঝে সরিষা বীজ,সার এবং অন্যান্য সবজি চাষিদের মাঝে সবজির বীজ বিতরণ করা হচ্ছে। আশা করি অনেক কৃষক এতে উপকৃত হবেন এবং লাভবান হবেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description