
কুষ্টিয়ায় ১৫০০পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ডিবি পুলিশের হাতে আটক-০১
মোঃ আনোয়ার হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা এলাকায় ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে ১৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ জনি হোসেন (২৬) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২৮ ডিসেম্বর বুধবার রাতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত জনি হোসেন দৌলতপুর থানাধীন জয়ভোগা এলাকার শহিদুল ইসলামের ছেলে। জানা গেছে, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের দিক নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলমের নেতৃত্বে চৌকস পুলিশ অফিসার এসআই রফিকুল ইসলাম, এএসআই মেহেদী হাসান, এএসআই মোয়াজ্জেম সহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দৌলতপুর থানাধীন আল্লারদর্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জনিকে গ্রেফতার করে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামী জনির বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description