
কুষ্টিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
আনোয়ার হোসেন কুষ্টিয়া.
“আগামীতে নিজের সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন ”এই শ্লোগান নিয়ে কুষ্টিয়ায় নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ৯টায় কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির আয়োজনে ডায়াবেটিক হসপিটাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতাল চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, প্রফেসর ড.আব্দুস সালাম। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাঃ সাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রখ্যাত হৃদরোগ বিশেসজ্ঞ ও সার্জন প্রফেসর ডাঃ এস আর খান প্রমুখ। আলোচনা শেষে দিবসটি উপলক্ষে রোগীদের ফ্রি সেবা দেওয়া হয়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description