
কুষ্টিয়ার মিরপুরে মাঠ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
হৃদয় রায়হান ( কুষ্টিয়া ) প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ফায়ার সার্ভিস ও রবি টাওয়ার অদুর দক্ষিন-পশ্চিমে জিকে ছোট ক্যানেলের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে মিরপুর থানা পুলিশ কে জানানো হলে ঘটনা স্থলে এসে আবু তৈয়ব (৫৩)নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ।
জানাযায় নিহত ব্যক্তির নাম আবু তৈয়ব, পিতার নাম, মোঃ আবু তাহের, ঠিকানা চট্রগ্রাম।
পেশায় তিনি ছিলেন একজন নার্সারি ব্যবসায়ী।প্রায় ১২ বছর আগে চট্রগ্রাম থেকে এসে কুষ্টিয়া মিরপুরের বিভিন্ন স্থানে নার্সারি বানিয়ে সেখানে বিভিন্ন ধরনের গাছ,ফুলের চারা ইত্যাদি বিক্রয় করে জীবিকা নির্বাহ করতেন মিরপুরে তিনি একায় থাকতেন তার সাথে তার পরিবারের কোন সদস্য থাকতেন না।
তিনি কয়েক বছর আগে আমলা বাজারে নার্সারি করেছিলেন।আমলাতে নার্সারির ব্যবসা ভালো না হোওয়াতে বর্তমানে মিরপুর অঞ্জনগাছিতে তার নার্সারি দিয়েছেন। কুষ্টিয়ার মিরপুরে মাঠ থেকে বৃদ্ধের লাশ উদ্ধারকি কারনে এই হত্যাকান্ড ঘটেছে পুলিশ তদন্ত ছাড়া এখন কিছুই বলতে পারছে না।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃত দেহ নিয়ে কুষ্টিয়া মর্গে পাঠিয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description