
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাঁচ ইউপি নির্বাচন প্রতীক বরাদ্দ আজ
এস.এম.মনির , কুমিল্লা ব্যুরোঃ আগামী ২৮ নভেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে ২৩৪ জন প্রার্থী রয়েছেন। শনিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন পর্যন্ত ১০ জন চেয়ারম্যান প্রার্থী ও ১৪ জন মেম্বার প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। আজ রবিবার (১৩ নভেম্বর) নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
প্রার্থীতা প্রত্যাহারকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলার বিজয়পুর ইউনিয়নের কামরুল ইসলাম, মো. হুমায়ুন কবির, কাজী মো. আব্দুল কাদের জিলানী, বারপাড়া ইউনিয়নের মো. দিদার আলম মজুমদার, মো. ফাইজল আলম মজুমদার, জোড়কানন পূর্ব ইউনিয়নের মো. ইয়াছিন আরাফাত, সৈয়দ শাহ নেওয়াজ, সৈয়দ মোস্তাক আহম্মেদ, মো. হুমায়ুন কবির খন্দকার, জোড়কানন পশ্চিম ইউনিয়ন ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলম। রিটার্নিং অফিসার মুহাম্মদ রায়হান আরেফীন ও আলমগীর হোসেন উক্ত প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীরা হলেন-
বিজয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন-সাবেক চেয়ারম্যান আবদুর রব জিলানী, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. তানভীর হোসেন পারভেজ, মো. মিজানুর রহমান মজুমদার বুলবুল। বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন-আবদুর রউফ মজুমদার তুহিন, মো. ফারুক হোসেন চৌধুরী, বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. সেলিম আহাম্মদ, খলিলুর রহমান, মো. শাহা আলম।
চৌয়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন জেলা পরিষদের সাবেক সদস্য মো. তৌহিদুল ইসলাম মজুমদার, সিরাজুল ইসলাম লিটন, এ, টি, এম ইদ্রিস, মো. আবদুল হালিম, মো. এনামুর হক রাসেল, বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. আবুল কালাম আজাদ সোহাগ, মোতালেব হোসেন মজুমদার, ইমামুল হাছান, স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ বাবুল।
জোড়কানন পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন-সাবেক চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান মো. হারিছ মিয়া, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোহাম্মদ মমতাজ উদ্দিন খান, মো. আবদুল আওয়াল।এছাড়াও জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামাল উদ্দিন, মো. শাহ জালাল, মো. সাজ্জাদুর রহমান, বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. হাসমত উল্লাহ হাসু, আব্দুর রহিম।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description