
কিশোরগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের শিক্ষক কর্মশালা
আসাদুজ্জামান খান লিপন , কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরীতে ২৬ নভেম্বর সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের দিনব্যাপী শিক্ষক কর্মশালা (প্রশিক্ষণ) ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের আহবায়ক মোসতাক আহমেদ দাদা ভাই এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নাসিরুল ইসলাম খান আওলাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিল্টন,
প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আলী, ঢাকা বিভাগের আহবায়ক আঃ রাজ্জাক, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের ঢাকা বিভাগের সদস্য সচিব – হান্নান জামিল।লুমিনাস কিন্ডারগার্টেনের পরিচালক কিশোরগঞ্জ বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের সদস্য সচিব নাদিয়া আফরোজ ও রাজ্জাকুন্নার সুমীর পরিচালনায় কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার ২০০ শতাধীক শিক্ষকদের নিয়ে দিন ব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন, বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। উপস্থিত সকল শিক্ষকদের দাবি বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডকে সরকারি ঘোষণা দিয়ে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে ।
আসাদুজ্জামান খান লিপন
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description