
কিশোরগঞ্জে জেলার শ্রেষ্ঠ ওসি মোঃ কামরুল ইসলাম মোল্লা
মোজাহিদ সরকার, হাওরাঞ্চল প্রতিনিধি:
কিশোরগঞ্জে জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা । ১৫ জানুয়ারি (রবিবার) জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম) এর সভাপতিত্বে জেলার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালামী গ্রহণ, পরিদর্শন, পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় অফিসার-ফোর্স এর কল্যাণমুখী বিভিন্ন বিষয় আলোচনা, বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার-ফোর্সদের পুরষ্কৃত প্রদান এবং পুলিশ অফিস কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় করা হয়েছে।
এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম অ্যান্ড অপস্) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আল আমিন হোসাইনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, তদন্ত তদারকি, জনবান্ধব ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় ইটনা থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা কে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয় এবং সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোঃ কামরুল ইসলাম মোল্লা বলেন, পুরস্কার প্রাপ্তিতে ভাল কাজের প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description