
কালিয়াকৈরে বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
একে এম শিশির কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
"শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে গোয়ালবাথান এলাকার এ্যাডভেন্টেস্ট সেমিনারী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতায়, জাতীয় শিক্ষা দিবস ও ৪৯তম গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ নভেম্বর) শুক্রবার সকালে এ পুরস্কার প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেখা সুলতানা, কালিয়াকৈর উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ এ্যাডভেন্টেস্ট সেমিনারী স্কুল এন্ড কলেজের প্রেসিডেন্ট পার্ক ইউন টাউন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাসসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলার সকল স্কুল ও কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ।
পরে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description