
কালিগঞ্জে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাসেল শেখ গাজীপুরঃ
সেনা প্রধানের নির্দেশনায় প্রতিবারের মতো শীতকালীন প্রশিক্ষণের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা এবং এলাকার সাধারণ জনগণের সহায়তায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ৬১ ফিল্ড এম্বুলেন্স এর তত্ত্বাবধানে গাজীপুরের কালিগঞ্জের আজমতপুর আদর্শ স্কুল এন্ড কলেজে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে সম্মিলিত সামরিক হাসপাতাল,ঢাকার মেডিসিন, চক্ষু এবং দন্ত বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা প্রদান করেন। মেডিকেল ক্যাম্পে এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ কে যথাযথ সম্মানের মাধ্যমে মেডিকেল সহায়তা প্রদান করা হয়। এছাড়া এলাকার ৫ শতাধিক সাধারণ জনতার মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় ।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। তিনি জাতির পিতার স্বপ্নের জনগণের সেনাবাহিনী গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description