
কালিগঞ্জে বেগম রোকেয়া দিবসে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপনে মানববন্ধন, র্যালী, আলোচনা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক। উপজেলা ল্যাবরেটরী স্কুলের হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, শিক্ষায় শ্রেষ্ট জয়িতা শাহিনা আক্তার চায়না প্রমুখ। নিজ নিজ অবস্থান থেকে বিশেষ অবদান রাখায় উপজেলা মধ্যে ক্যাটাগরিগুলো হলো সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা, সমাজ উন্নয়নে অবদান রাখা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এবং শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজন জয়িতাকে ক্রেষ্ট ও সন্মাননা সনদপত্র বিতরণ, পাঁচটি শ্রেষ্ট নারী উন্নয়ন সংগঠনকে চেক প্রদান করা হয়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description