• Saturday, 04 February 2023
কামারখন্দে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের নিয়ে উঠান বৈঠক

কামারখন্দে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের নিয়ে উঠান বৈঠক

আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:  স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণদের অংশগহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর দোগাছী গ্রামে।

বুধবার (৩০ নভেম্বর) উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর দোগাছী জামে মসজিদ কমিটির আয়োজনে প্রধান অতিথি ৬৩ সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, উপস্থিতে চর দোগাছী সচিব বাড়িতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ।

উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম,  মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক খাঁন, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম খাঁন, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা সহ জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় সুশীল সমাজের জনসাধারণ।

comment / reply_from