
কামরাঙ্গীরচরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শিপন উদ্দিন, কেরানীগঞ্জ প্রতিনিধি: "ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল" এই স্লোগানকে সামনে রেখে কামরাঙীরচরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) বিকালে কামরাঙ্গীরচর ক্রীড়া উন্নয়ন চক্রের আয়োজনে কামরাঙীরচর সরকারি হাসপাতাল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গাফফার, বাফুফের কার্যনির্বাহী সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ইলিয়াস হোসেন, কামরাঙীরচর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক সোলেমান মাদবর, সুলতানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মাদবর, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাদ্দেস হোসেন জাহিদ, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইকবাল সাল্টু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালী আক্তার, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, জনপ্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ভৈরবের রাকিব স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে পরাজিত করে কামরাঙ্গীরচরের ইসলামনগর একাদশকে। আগামী রবিবার ব্যারিস্টার সুমন একাডেম মুখোমুখি হবে ঢাকার একটি ক্লাবের সাথে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description