
কাবুলে বিমানবন্দরে বিস্ফোরণে নিহত কয়েকজন
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর রয়টার্সকে বলেন, রোববার সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে, যার কারণে আমাদের অনেক নাগরিক শহীদ ও আহত হয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা বলতে পারেননি তিনি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোববার ভোর 8টায় ভারী সুরক্ষিত বিমানবন্দরের মিলিটারি সাইডের আশেপাশে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তারা আরও বলেছে, এলাকাটি নিরাপত্তা বাহিনী সিল করে দিয়েছে এবং সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
তালেবান কর্তৃপক্ষ ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর থেকে নিরাপত্তার উন্নতি করেছে বলে দাবি করেছে কিন্তু সেখানে প্রচুর বোমা বিস্ফোরণ ও হামলা হয়েছে। যার মধ্যে বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস)।
গত মাসে, আইএসআইএল জঙ্গিরা কাবুলে চীনা নাগরিকদের কাছে জনপ্রিয় একটি হোটেলে হামলা চালালে অন্তত পাঁচ চীনা নাগরিক আহত হয়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description