কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয় নেই!

কাতার বিশ্বকাপে নিজেদের ২য় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে হট ফেভারিট দল ব্রাজিল। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করা ফেবারিট দল ব্রাজিল কিন্তু কখনোই বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি। এখন পর্যন্ত দুইবারের দেখায় দু’টি ম্যাচই ড্র হয়েছে।
তাহলে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১০টার ম্যাচে এ ইতিহাস কি বদলাবে?
এ নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ব্রাজিল ও সুইজারল্যান্ড।
জানা যায়, গত রাশিয়া বিশ্বকাপে দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিলো। এর আগে ১৯৫০ বিশ্বকাপে দুই দলের প্রথম দেখার এ ম্যাচটি ড্র হয় ২-২ ব্যবধানে। তাই, আগামী সোমবার দোহার স্টেডিয়াম ৯৭৪-এ বৈশ্বিক আসরে পরস্পরের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে আছে দুই দলই।
সব মিলিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে ৯টি ম্যাচ খেলেছে জনপ্রিয় ফেবারিট দল ব্রাজিল। যার মধ্যে তিনটিতে জয় তাদের, দু’টি জিতেছে সুইসরা। আর বাকি চারটিতে হয়েছে ড্র। দুই দলই জয় দিয়ে এবারের কাতার বিশ্বকাপ শুরু করেছে। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে জনপ্রিয় দল ব্রাজিল। এছাড়া, ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইসরা। আজকের কাতার বিশ্বকাপে এ ম্যাচ যারা জিতবে, তারাই ‘জি’ গ্রুপ থেকে শেষ ষোলোর টিকিট পাবে বলে জানা যায়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description