কাতার বিশ্বকাপে একুয়েডরের বিপক্ষে এগিয়ে নেদারল্যান্ডস

বিশ্বকাপের 'এ' গ্রুপ এর ম্যাচে আফ্রিকার দেশ সেনেগালের কাছে হেরে গেছে স্বাগতিক কাতার। এ টুর্নামেন্টে এটি স্বাগতিকদের টানা ২য় হার। গ্রুপের অপর ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস এবং ইকুয়েডর।
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামেএ ম্যাচের শুরুরেই এগিয়ে যায় নেদারল্যান্ডস।
খেলার ষষ্ঠ মিনিটে ড্যাবি ক্লাসেনের বাড়ানো পাস ধরে গোল করে কোডি গাকপো। এ ম্যাচের বিরতির আগ মুহূর্তে গোলের দেখা পেয়েছিলো ইকুয়েডরও। পারভিস এস্তোপিনানের সেই গোলটি ভিএআর বাতিল করেছে ।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে এ ম্যাচটিতে ৯ বার মারাত্মক ফাউলের শিকার হয়েছেন অন্যতম জনপ্রিয় ফুটবল তারকা নেইমার। এর বাইরেও বাজে ট্যাকলের শিকার হয়েছেন। ওই খেলার ৬৭ মিনিটে সার্বিয়ান ফুলব্যাক মিলেনকোভিচের কড়া ট্যাকলে নেইমারের ডান পায়ের অ্যাঙ্কেল মচকে যায়। খেলার ১৩ মিনিট পরে মাঠ ছাড়ার পরেই দেখা যায় তার (নেইমার) ডান পায়ের অ্যাঙ্কেল ফুলে গেছে। এরপরে সাইডবেঞ্চে বসা অন্যতম জনপ্রিয় ফুটবল তারকা নেইমারকে কাঁদতে দেখা যায়। অন্যতম ফেবারিট ব্রাজিল এর এ সুপারস্টারের সর্বশেষ আপডেট পেতে অপেক্ষা ছাড়া কিছু করার নেই ভক্তদের।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description