কাতার বিশ্বকাপে আর নামা হবে নেইমারের?

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে এবারের কাতার বিশ্বকাপ মিশন শুরু করেছিলো জনপ্রিয় দল ব্রাজিল। তবে ওই ম্যাচের ৬৭ মিনিটে সার্বিয়ান ফুলব্যাক মিলেনকোভিচের কড়া ট্যাকলে তারকা ফুটবলার নেইমারের ডান পায়ের গোড়ালি মচকে যায়। এর প্রায় ১২ মিনিট পরে জনপ্রিয় ফুটবলার নেইমারকে তুলে নেন ব্রাজিল কোচ তিতে। ওই ম্যাচ শেষে তিতে জানিয়েছিলেন নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যায়নি, তিনি আবার খেলবেন।
এরপরে আরও দুটি ম্যাচ খেলে ফেলেছে সেলেসাওরা। এখনো নেইমারের ব্যাপারে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। গ্যাব্রিয়েল জেসুসে এবং অ্যালেক্স টেলেসের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর এলেও নেইমারের ব্যাপারটি খোলাসা করছে না ব্রাজিল। তবে, ক্যামেরুনের বিপক্ষে ওই ম্যাচের আগেই নিজের সন্তানকে নিয়ে মুখ খুলেছেন নেইমার স্যান্টোস সিনিয়র। এতে, অবশ্য জনপ্রিয় দল ব্রাজিল সমর্থকরা নিরাশ হওয়ারই কথা।
টকস্পোর্টকে নেইমারের বাবা বলেন, ‘আমার বিশ্বাস, ফাইনালে নেইমার খেলতে পারবে। দলের জন্য সেরাটাই দেবে, যাতে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ও চোট সারিয়ে মাঠে ফিরতে পারে। সেরা ছন্দেই দেখা যেতে পারে। এর আগেও নেইমার চোট পেয়েছে। তখনো কিন্তু চোট সারিয়ে মাঠে ফিরে সেরা ছন্দেই নিজেকে মেলে ধরেছিল। এবারও সেটাই হবে।’
ফুটবল তারকা নেইমারের বাবার ভাষ্যমতে, ‘বিশ্বকাপের ফাইনালের আগে দেখা যাবে না ব্রাজিলের ‘নাম্বার টেন’কে। ব্রাজিল এখন নক আউট পর্বে, হারলেই বিদায় নিতে হবে। ফাইনালে যেতে হলে আরো তিন ম্যাচে জিততে হবে ব্রাজিলের। এর আগে, ব্রাজিলের বিদায় হয়ে গেলে এই বিশ্বকাপে হয়তো আর দেখা যাবে না নেইমারকে।’
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description