
কাজী শুভ ও মিথিলার ‘ভালোবাসো যদি’
বিনোদন প্রতিবেদক
হালের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ ও মিথিলা মিলনের দ্বৈত গান ‘ভালোবাসো যদি’। গানটি শ্রোতাদের কাছে এলো মিউজিক ভিডিও হয়ে। এতে অভিনয় করেছেন তন্ময় ও চিত্রালী। ম্যাক্সব্যাগ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে ৫ই নভেম্বর শনিবার। রবিউল ইসলাম জিবনের কথায় গানটির সুর করেছে কাজি শুভ ও সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। আর ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
কাজী শুভ বলেন, বেশ সুন্দর কথা-সুরের একটি গান। আমার গাইতেও বেশ ভালো লেগেছে। আমার সঙ্গে গানটি বেশ ভালো গেয়েছে মিথিলা। আমার বিশ্বাস গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।
মিথিলা বলেন, কাজী শুভ ভাইয়ের সঙ্গে ডুয়েট। যেটি আমার জন্য প্রথমবার করা এবং কাজী শুভ ভাইয়ের সাথে ও আমার প্রথম কাজ। এটা অনেক ভালো লাগার মতো একটি ব্যাপার। এ গানটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। কথা-সুর-সংগীত সব মিলিয়ে শ্রোতাদের গানটি ভালো লাগবে বলেই আশা রাখি।
সৌমিত্র ঘোষ ইমন বলেন, “ভালোবাসো যদি’ খুবই রোমান্টিক একটি গান। কথা, সুর ও সংগীত সব মিলিয়ে অসাধারণ। আমি চেষ্টা করেছি গানটিকে ভিডিওতে সুন্দর করে ফুটিয়ে তুলতে। আশা করি সবারই ভালো লাগবে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description