
কাউখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিঠু মারা গেছে
কাউখালী(পিরোজপুর)প্রতিনিধি.
পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠু (৫২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রবিবার সকালে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যকালে তিনি মা, স্ত্রী,এক ছেলে, এক কন্যাসহ আত্মীয়স্বজন রেখে গেছেন । রবিবার রাত ৮.৩০ মিনিটে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে কাউখালী ইকোপার্ক সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস শহীদ, সহ সভাপতি সুনীল কুন্ডু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, সাধারন সম্পাদক এনামুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description