
কলকাতার হাওড়া স্টেশনে ১১ লাখ টাকা ও ৩ লাখ টাকার সোনাসহ, আটক এক
কলকাতার হাওড়া স্টেশনে ১১ লাখও ৩ লাখ টাকার সোনা আটক এক। মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের এক বাসিন্দার ব্যাগ থেকে নগত অর্থ ও সোনা পাওয়া গিয়েছে বলে রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) জানিয়েছে।
আরপিএফ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে নজরদারি চালাচ্ছিল আরপিএফের একটি দল। সেই সময় এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে আরপিএফ।
তাঁর ব্যাগ খুলে তল্লাশির সময় বিপুল পরিমাণে নগদ টাকা-সহ বেশ কয়েকটি সোনার জিনিস পাওয়া যায়। যদিও নগদ টাকা-সহ সোনার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এর পর কলকাতার আয়কর অফিসের আধিকারিকদের খবর দেওয়া হয়।বিপুল নগদ এবং সোনার সামগ্রী-সহ আটক ব্যক্তিকে আয়কর দফতরের হাতে তুলে দিয়েছেন আরপিএফ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description