কর্ণাটকে নম্বরপ্লেটহীন গাড়ি পিষে মারলো গোয়েন্দা কর্মকর্তাকে

সকালে হাঁটতে বেরিয়েছিলেন অবসরপ্রাপ্ত এক গোয়েন্দা কর্মকর্তা। বাড়ি থেকে কিছুটা দূরেই একটি নম্বরপ্লেটহীন গাড়ি পিষে মারলেঅ তাকে। গতকাল শনিবার এ ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের মাইসুরুতে।
পুলিশ জানিয়েছে, ‘নিহত ওই গোয়েন্দা কর্মকর্তার নাম আর এস কুলকার্নি (৮২)। বেঙ্গালুরুতে গোয়েন্দা দপ্তরের সহকারী পরিচালক ছিলেন তিনি।
প্রতিদিনের মতো গত শনিবারও সকালে হাঁটতে বেরিয়েছিলেন আর এস কুলকার্নি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ‘রাস্তার পাশ দিয়েই হাঁটছিলেন অশীতিপর ওই বৃদ্ধ। সেই সময় আচমকা একটি গাড়ি এসে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। গাড়িতে কোনো নম্বরপ্লেট ছিল না। সে কারণে পুলিশকে গাড়ি সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। গুরুতর জখম অবস্থায় কুলকার্নিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ‘এটি ‘হিট অ্যান্ড রান’-এর ঘটনা। তবে পরিকল্পিতভাবে হত্যার আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছে না তারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। ’
আর এস কুলকার্নি ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল কি না, সেটাও জানার চেষ্টা করছে পুলিশ। অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে একটি মামলা হয়েছে বলে জানা যায়। -সূত্র : ইন্ডিয়া টুডে
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description