
কর্ণফুলীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ওসমান হোসাইন, কর্ণফুলী, চট্টগ্রাম
কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দেয়ান বিবি বাড়ী এলাকার ডোবা থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪০-৪৫ বছর। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। নিহত ব্যাক্তির এক হাত নেই, পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, বুধবার সকালে স্থানীয় লোকজন দেয়ান বিবির বাড়ী এলাকার একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তবে লাশের গলায় কালো দাগ রয়েছে। দু-একদিন আগে কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ডোবায় রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description