• Thursday, 09 February 2023

করোনা শনাক্ত ১ শতাংশে নেমেছে

করোনা শনাক্ত ১ শতাংশে নেমেছে

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩৯ জন রাজধানী ঢাকার বাসিন্দা। এই সময়ে সারাদেশে ৪ হাজার ৬২১টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। করোনা শনাক্তের হার আজ ৬ নভেম্বর রবিবার ১ দশমিক শূন্য শতাংশ।

আজ ৬ নভেম্বর রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, ‘গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে।’

আজ ৬ নভেম্বর রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনাভাইরাস সংক্রমণে সারাদেশে এ পর্যন্ত ২৯ হাজার ৪২৬ জন রোগী মারা গেছেন। নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ৮২৮ জন।

উল্লেখ্য, গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পরে ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়। গত ২০২১ সালের ৫ এবং ১০ আগস্ট দু’দিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

comment / reply_from