করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ১, শনাক্ত ১৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা ভাইরানে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৪ জনের। এদিন আবার নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ জন। সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬১২ জন।
আজ ২ ডিসেম্বর শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৮৮৪টি ও মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৮৯৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫১ লাখ দুই হাজার ৪৫২টি। এ সময় সুস্থ হয়েছেন ৯০ জন রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৯৮৯ জন করোনা রোগী।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ। এছাড়া, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description