করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। ফলে, মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪২৭ জন। একই সময়ে নতুন করে আবার ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ১৬৬ জন হয়েছে।
আজ ১৩ নভেম্বর রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে, আজ রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়। এতে, শনাক্তের হার সামান্য বেড়ে ০ দশমিক ৮৫ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ছিল এক দশমিক ২০ শতাংশ।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৮৩ জন কোভিড রোগী। এদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ৭৬১ জন।
উল্লেখ্য, গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পরে ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক জনের মৃত্যু হয়। গত ২০২১ সালের ৫ এবং ১০ আগস্ট দু্ইদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description