করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনো মৃত্যু হয়নি। ফলে, মোট মৃত্যু ২৯ হাজার ৪২৫ জনই থাকলো। এদিন, নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জনে।
আজ ৪ নভেম্বর শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় যে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন উনিশ লাখ ৮২ হাজার ১১৪ জন। এ সময় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ৬৯৫টি ও মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ৭০৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার ১০২টি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার তের দশমিক ৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার সাতানব্বই দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description