
কমলগঞ্জে বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ
পারভেজ আহমেদ, মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারে কমলগঞ্জে খ্রীস্টান ধর্মের বড়দিন উপলক্ষে ৪৩ টি পুঞ্জিতে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় মাগুরছড়া পুঞ্জিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আর্থিক অনুদান বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও মাগুরছড়া পুঞ্জির মন্ত্রী জিডিশন প্রধান সুচিয়াং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন ডবলছড়া খাসি পুঞ্জির মন্ত্রী পিডিশন প্রধান প্রমুখ। অনুষ্ঠানে শুভ বড়দিন উপলক্ষে কমলগঞ্জের পুঞ্জি, চা-বাগানসহ ৪৩টি পুঞ্জিতে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description