
কমলগঞ্জে চোরাই মালামালসহ আটক ১
এম.মুসলিম চৌধুরী,মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাই মালামালসহ চুরির সাথে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম বিশেষঅভিযান চালিয়ে উপজেলার উত্তর কানাইদেশি এলাকা থেকে ময়নুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করে। এসময় আটকৃত ময়নুলের কাছ থেকে চোরাইকৃত একটি টেলিভিশন ও সৌর বিদ্যুতের ব্যটারি উদ্ধার করে পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, গত ২২ ডিসেম্বর কমলগঞ্জ উপজেলার দক্ষিন কানাইদেশি গ্রামের জনৈক ছবর আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। তার বাড়ি থেকে টেলিভিশন, সৌর বিদ্যুতের ব্যাটারিসহ অন্যান্য মালামাল চুরি হয়। এ ঘটনায় ছবর আলী কয়েকজনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর কমলগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই টেলিভিশন ও ব্যাটারিসহ চুরির ঘটনা জড়িত ময়নুল ইসলামকে উত্তর কানাইদেশি এলাকা থেকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ময়নুল ইসলাম চুরির সাথে জড়িত রয়েছে বলে স্বীকারোক্তি দেয় দিলে শনিবার ২৪ ডিসেম্বর সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় তাকে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description